অনেকের কাছে কাঠের চিরুনির গুরুত্ব কতটুকু তার ধারণা নেই।আমরাও আগে প্লাস্টিকের তৈরী চিরুনি ব্যবহার করতাম।কিন্তু যখন থেকে জেনেছি প্লাস্টিকের তৈরী চিরুনি চুলের জন্য আসলে ক্ষতিকর তখন থেকে কাঠের চিরুনি ব্যবহার করা শুরু করেছি।
-প্লাস্টিকের চিরুনি মাথার ভেতর থেকে সব ময়লা টেনে বের করতে পারে না। ধাতব বা প্লাস্টিকের চিরুনিতে যে স্ট্যাটিক বিদ্যুৎ তৈরি হয়, তাতে আঁচড়ানোর সময় চুলের ধুলা–ময়লা চিরুনির গায়ে আটকে আবার চুলেই থেকে যায়।
-চুল আঁচড়াতে সবচেয়ে বেশি ব্যবহৃত হয় প্লাস্টিকের চিরুনি। এসব প্লাস্টিক বা ধাতুর তৈরি চিরুনি চুল আঁচড়ানোর সময় ছোট ছোট স্থির বিদ্যুৎ উৎপন্ন করে, তা চুলের জন্য ক্ষতিকর।প্রাকৃতিক কাঠের চিরুনিতে এই সমস্যা থাকে না। ফলে চুল ভাঙে না বা রুক্ষ হয়ে যায় না। বরং চুলে পুষ্টি জোগায়।
-কাঠের চিরুনি কোমলভাবে চুলের জট ছড়ায়। এর ধারগুলো মসৃণ আর গোলাকার হয় বলে মাথার তালু থেকে প্রাকৃতিকভাবে যে তেল উৎপন্ন হয়, তা সব চুলের গোড়ায় সুষমভাবে পৌঁছায়। অন্যান্য চিরুনির তুলনায় কাঠের চিরুনিতে মাথার তালুর ম্যাসেজ হয় সবচেয়ে ভালোভাবে। এতে মাথায় রক্ত সঞ্চালন বাড়ে। তাই চুলের বৃদ্ধির জন্যও কাঠের চিরুনি দারুণভাবে সহায়ক।
-কাঠের চিরুনি দিয়ে চুল আঁচড়ালে মাথা পরিষ্কার থাকে। কারণ, আঁচড়ানোর সময় মাথার ধুলা–ময়লা বেরিয়ে আসে চিরুনির সঙ্গে। আর খুশকির সমস্যাও থাকে না। কাঠের চিরুনি ব্যবহারে প্রাকৃতিকভাবে চুলের ভলিউম বাড়ে।
-অন্যান্য চিরুনিতে চুল আঁচড়ানোর সময় মাথায় তাপ উৎপন্ন হয়, যা চুলের জন্য ক্ষতিকারক। মাথার তালু এই অতিরিক্ত তাপ সহ্য করতে পারে না বলে চুল পড়ে। কাঠের চিরুনি এদিক দিয়ে সুবিধাজনক। এতে অতিরিক্ত তাপ উৎপন্ন হয় না। তা ছাড়া অন্যান্য চিরুনিতে অনেকের অ্যালার্জির সমস্যা হতে পারে।
*আবার শুধু কাঠের চিরুনি হলেও হবে না!! অনেক সময় চিকন ধারের কাঠের চিরুনি চুলের ক্ষেত্রে ক্ষতিকর। তাই কাঠের চিরুনির মধ্যে এর ধার গুলো মসৃণ এবং গোলাকার হতে হবে।
Reviews
There are no reviews yet.